সৌদি আরবে এই প্রথম সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শো - OLD BD Today Viral

এইমাত্র

ভাষা নির্ধারণ করুণ

শুক্রবার, মে ২৪, ২০২৪

সৌদি আরবে এই প্রথম সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শো

সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। সাঁতারের পোশাকে পুলের ধারে হাঁটলেন মডেলরা। গত শুক্রবার দেশটিতে এ আয়োজন করা হয়।


Red Sea Fashion Week


সৌদি আরব যে দেশে এক দশক আগেও মহিলাদের আপাদমস্তক ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক ছিল, সেই রক্ষণশীল ইসলামিক দেশে এমন কান্ডজ্ঞ্যান হীন  আয়োজন অবশ্যই মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত লজ্জাজনক। পুলসাইড ফ্যাশন শো-টির আয়োজন করেছে আরেক মুসলিম দেশ মরোক্কো।


মরক্কোর পোশাক নকশাকার ইয়াসমিনা কানজালের নকশা করা লাল, গোলাপি, সবুজ, কমলা, নীল, ধূসরসহ নানা রঙের ওয়ান-পিস স্যুট পরানো হয়েছিল মডেলদের। সাঁতারের পোশাকে পুল পড়ে বিচারকদের সামনে একে একে হাজির হন নারী মডেলরা।


রেড সি ফ্যাশন উইক


সেই ১৪০০ বছর আগ থেকে এক দশকেরও কম সময় পরজন্ত সৌদি আরবের নারীদের শরীর ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক ছিল। এখন দেশটি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এই আয়োজনকে সংস্কারের পথে দেশটির এক ধাপ এগিয়ে যাওয়া বলছেন অনেকেই।


এ এ ফ পিকে ইয়াসমিনা কানজাল বলেন, ‘আমরা এই আয়োজনে আরব বিশ্বকে প্রতিনিধিত্ব করা অভিজাত ও মার্জিত সাঁতারের পোশাক দেখাতে চেয়েছি।’এই আয়োজনে যুক্ত থাকতে পেরে নিজেকে বেশ ‘গর্বিত’ মনে করছি। তিনি বলেন, সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শোতে অংশ নেওয়া সৌদি আরবে একটি ঐতিহাসিক ঘটনা। কেননা দেশটিতে এবারই প্রথম এমন কোনো আয়োজন করা হয়েছে।


রক্ষণশীল হিসেবে পরিচিত সৌদি সমাজের খোলস পাল্টে ফেলতে চান দেশটির যুবরাজ মোহম্মদ বিন সালমান। এ জন্য সৌদি আরবে ব্যাপক সামাজিক-অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিচ্ছেন তিনি। এর অংশ হিসেবে নারীদের গাড়ি চালানো, পুরুষ অভিভাবক ছাড়া বাইরে যাওয়াসহ নানা অধিকার দেওয়া হয়েছে।


Saudi-swimwear-show


শুধু তা-ই নয়, যুবরাজ বিন সালমানের সংস্কারের অংশ হিসেবে সৌদি আরবে সিনেমা হল খোলা হয়েছে। আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব, কনসার্ট আর ফ্যাশন শো। এর ধারাবাহিকতায় এবার সৌদি আরবের একটি অভিজাত রিসোর্টে সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শো অনুষ্ঠিত হলো।


সৌদি আরবের পশ্চিম উপকূলের একটি দ্বীপে সেন্ট রেগিস রেড সি রিসোর্টে বড় একটি সুইমিংপুলের পাশে করা হয়েছিল এই আয়োজন। সেখানে ‘রেড সি ফ্যাশন উইক’ চলছে। এই আয়োজনের দ্বিতীয় দিনে (শুক্রবার) নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

অনুসরণকারী