যে দেশের পুরুষরা সবথেকে বেশি যৌন উত্তেজক ভায়াগ্রা গ্রহণ করে - OLD BD Today Viral

এইমাত্র

ভাষা নির্ধারণ করুণ

বুধবার, মে ১৭, ২০২৩

যে দেশের পুরুষরা সবথেকে বেশি যৌন উত্তেজক ভায়াগ্রা গ্রহণ করে

পুরুষের-গোপন-শক্তি

আরব পুরুষরা বিছানায় সঙ্গীনির কাছে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে একমাত্র ভরসার স্থল হয়ে উঠছে কামোদ্দীপক ওষুধ। যা ব্যবহারের কারণে বাড়ছে আসক্তি। ভায়াগ্রার মত যৌন শক্তি-বর্ধক ওষুধের ব্যবহার নিয়ে সাম্প্রতিক সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। আরব প্রৌঢ়দের পাশাপাশি এখন তরুণরাও নিয়মিত ভায়াগ্রা ব্যবহারের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। 


সৌদি আরবে এধরনের ওষুধ প্রস্তুতকারক এক প্রতিষ্ঠানের মতে, জীবনযাপনের ধারা বদলে যাওয়ার কারণে সুপ্ত যৌন রোগে আক্রান্ত হচ্ছেন অনেক তরুণ। একটি আন্তর্জাতিক দৈনিকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে ভায়াগ্রার মতো কামোদ্দীপক ওষুধ ব্যবহারে শীর্ষে রয়েছে সৌদি আরব। তার পরেই রয়েছে আরেক মুসলিম দেশ মিশর। এরপরই রাশিয়া। যৌন শক্তি বর্ধক ওষুধের পেছনে সৌদি আরব বছরে খরচ করছে প্রায় দেড়শো কোটি ডলার। যা রাশিয়ার ব্যবহারের দশগুণ। অথচ রাশিয়ার জনসংখ্যা সৌদির পাঁচগুণ। মিশর প্রতিবছর ভায়াগ্রার মতো কামোদ্দীপক ওষুধের পিছনে প্রায় ১২ কোটি ৭০ লাখ ডলার খরচা করে। যা দেশের সমগ্র ওষুধের পিছনে খরচের ২.৮ শতাংশ।


সেক্স-এন্ড-দ্য-সিটাডেল
সেক্স-এন্ড-দ্য-সিটাডেল


মিশরীয়-ব্রিটিশ সাংবাদিক শিরিন আল ফেকি আরব-মিশরের যুবকদের যৌন সংস্কৃতি নিয়ে একটি বইও লিখেছেন। নাম- "সেক্স এন্ড দ্য সিটাডেল: ইন্টিমেট লাইফ ইন এ চেঞ্জিং আরব ওয়ার্ল্ড"। শিরিন আল ফেকির মতে, "পুরুষ বলতে কী বোঝায় সেই সংজ্ঞার মধ্যে যেহেতু যৌন ক্ষমতার বিষয়টি অধিক গুরুত্বপ্রাপ্ত। তাই যৌনতায় কে কত পারদর্শী, সেটার ওপর এখন আরও বেশি জোর দেওয়া হচ্ছে।" অন্য এক বিশেষজ্ঞের মতে, এর মূলে পর্নোগ্রাফি। যৌন-ক্রিয়া নিয়ে ভুল ধারণা এবং প্রত্যাশার কারণেই যৌন ক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন তরুণেরা বলে মত সমাজবিদের। "পুরুষত্ব বলতে আসলে কি বোঝায়, কোনটা আসলে স্বাভাবিক- এসব পর্নোগ্রাফি তরুণদের মধ্যে সেই ধারণাটাই পালটে দিচ্ছে।"


শেখ'স-রিটার্ন-টু-ইয়ুথ
শেখ'স-রিটার্ন-টু-ইয়ুথ

ইতিহাস বলছে, প্রাচীনকাল থেকেই যৌনতাবর্ধক ওষুধের ব্যবহার চলে আসছে সৌদি আরবে। ১৫১২ সালেও অটোমান সাম্রাজ্যের সুলতান প্রথম সেলিমের শাসনকালে ভায়াগ্রার মতো ওষুধ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সুলতান প্রথম সেলিমের অনুরোধে লেখক আহমেদ বিন সুলেইমান একটি বই লেখেন, যেটির নাম ছিল "শেখ'স রিটার্ন টু ইয়ুথ", অর্থাৎ "ফিরে এসেছে শেখের যৌবন।" তাতেই যৌন রোগের চিকিৎসা এবং নারী-পুরুষের যৌন কামনা বাড়ানোর জন্য নানা ধরণের ভেষজ ওষুধের প্রস্তুত প্রণালী লেখা আছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

অনুসরণকারী