শুধু পুরুষ নয়, নারীদেরও হতে পারে স্বপ্নদোষ! যেভাবে করবেন সমাধান - OLD BD Today Viral

এইমাত্র

ভাষা নির্ধারণ করুণ

শনিবার, জানুয়ারী ২৮, ২০২৩

শুধু পুরুষ নয়, নারীদেরও হতে পারে স্বপ্নদোষ! যেভাবে করবেন সমাধান

Women's-wet-dream


মাস্টারবেশন বা হাতের কোন স্পর্শ ছাড়াই ঘুমের মধ্যে লিঙ্গোত্থান ও বীর্যপাত হয়ে যাওয়া কেই স্বপ্নদোষ 'wet dream' বলে ৷ শুধু ছেলেদেরই নয়, স্বপ্নদোষ হয় মেয়েদেরও৷ ঘুমের মধ্যে নিজের অজান্তেই মেয়েদের সিক্ততা বা অর্গ্যাজম হতে পারে। রাতে ঘুম ভেঙে যদি দেখেন নিম্নাঙ্গের পোশাক তো বটেই এবং কি বিছানার চাদরও যদি ভিজে যায় এতে অবাক হওয়ার কিছুই নেই।


কৈশোরেই ছেলে-মেয়েদের এই সমস্যাটি বেশি হয়৷ হতে পারে জীবনের পরবর্তী সময়েও৷ অনেক সময় অতি রসাত্মক স্বপ্নের জেরে নারী-পুরুষদের বীর্যপাত হলে তাকে স্বপ্নদোষ বা ইংরেজিতে বলে৷ অর্থাৎ নিজের নিয়ন্ত্রণের বাইরে পুরুষের বীর্যপাত এবং নারীদের অর্গ্যাজম হলে তাকে স্বপ্নদোষ বলে৷ অনেকেরই ধারণা এটি কেবল পুরুষদেরই হয়, তবে তা একেবারেই ঠিক নয়৷


ছেলেদের_স্বপ্নদোষ
ছেলেদের_স্বপ্নদোষ



যৌনতা নিয়ে অতিরিক্ত চিন্তা, পর্নোগ্রাফি বা নীল ছবির প্রতি বেশি আসক্তি ব্যক্তিদের ক্ষেত্রে এ সমস্যা গুলো বেশি হয়ে থাকে। বিবাহিতদের ক্ষেত্রে সেক্সুয়াল সম্পর্ক দীর্ঘ-দিন না হলেই এ সমস্যা দেখা দিতে পারে।


পুরুষদের তুলনায় নারীদের স্বপ্নদোষ কম হয়ে থাকে৷ তবে ঘন ঘন স্বপ্নদোষ নারী-পুরুষ উভয়ের জন্যই সমান ক্ষতিকর। এ ধরণের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷


মেয়েদের_স্বপ্নদোষ
মেয়েদের_স্বপ্নদোষ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

অনুসরণকারী